ভূরুঙ্গামারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১২:০৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্ত থেকে জহুরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার রাতে দক্ষিণ বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায়।আটক জহুরুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বরের ছেলে।
মইদাম মহাবিদ্যালয়ের কেরানি হিসেবে কাজ করতেন তিনি।বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার রাতে জহুরুল সীমান্তে অনুপ্রবেশ করলে দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়। তাকে ভারতের স্থানীয় থানায় হস্তান্তর করা হতে পারে।