অন্যান্য দিনের মতো গত ১৩ জুলাইও ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়েছিলেন শেখ মিন্টু (৩৫)। দুই যাত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পৌঁছে দেবেন বলে ১৭০ টাকা ভাড়া ঠিক হয়। কিন্তু পাথালিয়া ইউনিয়নের মোকামটেক এলাকায় পৌঁছালে মিন্টুকে অন্ধকার গলিপথ দিয়ে অটোরিকশা নিতে বলেন দুই যাত্রী। এতে মিন্টু অস্বীকৃতি জানান। যাত্রীরা ভাড়া দিতেও রাজি না হলে চিৎকার দেন তিনি। তখন ওই দুই যাত্রী তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ছুরিকাঘাতে আহত মিন্টুর মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণে। হত্যার এ ঘটনার তদন্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, মিন্টুর অটোরিকশায় ওঠা দুই যাত্রী ছিলেন ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের উদ্দেশ্য ছিল মিন্টুকে অন্ধকার পথে নিয়ে তাঁর অটোরিকশার ব্যাটারি ছিনিয়ে নেওয়া।