মারা গেছেন পাকিস্তানের কট্টরপন্থী ধর্মীয় নেতা খাদিম রিজভী
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৮:২০
সম্প্রতি ফ্রান্সবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেওয়া পাকিস্তানের কট্টরপন্থী ধর্মীয় নেতা খাদিম হুসেইন রিজভী মারা গেছেন। তার প্রতিষ্ঠিত দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তান (টিএলপি) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। টিএলপি’র সিনিয়র নেতা পীর ইজাজ আশরাফি জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকা ৫৪ বছর বয়সী রিজভীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাকৃতিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলাম ধর্ম অবমাননা ইস্যুতে আন্দোলনের জন্য দক্ষিণ এশিয়া জুড়ে পরিচিত ছিলেন এই কট্টরপন্থী ধর্মীয় নেতা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
খাদিম হুসেইন রিজভীর প্রতিষ্ঠিত কট্টরপন্থী ইসলামি দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তান (টিএলপি) দেশটির ব্লাসফেমি আইনের কট্টর সমর্থক। মহানবী (সা) কার্টুন প্রদর্শনকে কেন্দ্র করে পাকিস্তানে সাম্প্রতিক ফ্রান্সবিরোধী বিক্ষোভের নেপথ্যে ছিলো দলটি। ওই কার্টুন প্রকাশ করায় ফরাসি পণ্য বর্জন ও দেশটির রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কারের দাবিতে বেশ কিছু দিন ইসলামাবাদের সড়ক অবরোধ করে রাখে টিএলপি’র নেতাকর্মী ও সমর্থকেরা।