সাবেক মন্ত্রীর মুখে কাঁচা মাছ

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৮:০৬

শ্রীলঙ্কায় করোনাভাইরাসের কারণে অন্য অনেক কিছুর মতো মাছ বিক্রিতেও ধস নেমেছে। তাই মাছ বিক্রি বাড়াতে উৎসাহ দিতে দেশটির সাবেক এক মন্ত্রী খেলেন কাঁচা মাছ, তা–ও আবার সংবাদ সম্মেলনে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন দিলীপ বেদারাচ্চি। তিনি দেশটির মৎস্যসম্পদমন্ত্রী ছিলেন। সংবাদ সম্মেলনেই বক্তব্যের একপর্যায়ে হাতে তুলেন নেন মাঝারি আকারের একটি কাঁচা মাছ। মাছে যে করোনাভাইরাসের অস্তিত্ব থাকে না, তা বোঝাতে দিলীপ মাছটিতে কামড় বসান এবং চিবোতে থাকেন।

সংবাদ সম্মেলনে হাতে থাকা কাঁচা মাছ দেখিয়ে সাংবাদিকদের দিলীপ বলেন, ‘আমি এই মাছ এনেছি আপনাদের দেখানোর জন্য। পুরো দেশের মানুষের কাছে আমি আরজি জানাচ্ছি এই মাছ খাওয়ার জন্য। ভয় পাবেন না। আপনি নতুন করোনাভাইরাসে আক্রান্ত হবেন না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us