ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মজনু আদালতে অস্বাভাবিক আচরণ করেছেন। পুলিশের এক সদস্যের শার্টের কলার ধরে টান দিয়েছেন। আত্মহত্যার হুমকি দিয়েছেন। পুলিশসহ উপস্থিত ব্যক্তিদের গালিগালাজ করেছেন। মজনুর এমন অস্বাভাবিক আচরণের কারণে রায় ঘোষণার আগে আদালতে উপস্থিত সাংবাদিকদের এজলাসকক্ষের বাইরে যেতে বলা হয়। রায় ঘোষণার আগে আজ বৃহস্পতিবার আদালতকক্ষে এমন অস্বাভাবিক আচরণ করেন আসামি মজনু।
রায় ঘোষণার আগে মজনুকে বেলা আড়াইটার দিকে আদালতে তোলে পুলিশ। আসামির কাঠগড়ায় তোলার পর মজনু অস্বাভাবিক আচরণ শুরু করেন। উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে মজনু বলতে থাকেন, তাকে যেন আজই ছেড়ে দেওয়া হয়। এরপর গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে পুলিশের এক সদস্যের শার্টের কলার ধরে টান দেন।