শীতবস্ত্র নিয়ে শীতের অপেক্ষায় বিক্রেতারা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১২:১৯

অগ্রহায়ণ কেবল শুরু, ভোর রাতে হিম হিম ভাব থাকলেও পঞ্জিকার শীত আসতে এখনও বাকি; তবে রাজধানীর বিপণি বিতান ও ফুটপাতে শীতবস্ত্র নিয়ে বিক্রেতাদের অপেক্ষা শুরু হয়ে গেছে।

নগরীর ফুটপাতগুলোতে সারা বছর ধরে যারা শার্ট, টি-শার্ট, প্যান্ট বিক্রি করেন, তারাই এখন তুলেছেন রঙ-বেরঙের শীতের কাপড়। তাদের হাঁকডাকে পথচারীরাও নেড়েচেড়ে দেখছেন, যদিও বিক্রি তেমন নেই।

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আলাদা ধরনের শীত বস্ত্রের পসরা নিয়ে পাশাপাশি বসেছেন কয়েকজন হকার। তাদের মধ্যে মো. হানিফ বিক্রি করছেন বড়দের সোয়েটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, সপ্তাহ দুই হল শীতের কাপড় এনেছেন। শনিবার সারা দিনে বিক্রি হয়েছে আটশ টাকার মত।

“শীতের কাপড়ের ব্যবসা হয় অল্প কয় দিন, এখন তো খচরই উঠছে না। দিনে যদি আট-নয় হাজার টাকা বিক্রি হয়, তখন বেশ লাভ থাকে। না হয় লোকসানই হবে।”

ফুটপাতে হানিফের দোকান থেকে দুটো সোয়েটার কিনেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রফিকুল ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us