ডিয়র্ক ফুংক শহরাঞ্চলের জলবায়ু বিশেষজ্ঞ৷ উত্তাপ কমাতে কার্যকর উপায়ের সন্ধান করছেন তিনি৷ বার্লিন শহরের প্রায় এক নিখুঁত মডেল তাঁকে সেই কাজে সাহায্য করতে পারে৷ শহর হিসেবে বার্লিনও ‘আর্বান হিটিং'-এর সমস্যায় জর্জরিত৷ থার্মাল ইমেজে শহরের বসতি এলাকাগুলি রান্নার চুলার মতো দেখায়৷ ফলে আশেপাশের এলাকার সঙ্গে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্থক্য চোখে পড়ে৷
গবেষকেরা এক ক্ষুদ্র সংস্করণে এই সমস্যা থেকে নিষ্কৃতির পথ দেখাচ্ছেন৷ হাজার ওয়াটের একটি বাতি তাতে সূর্যের ভূমিকা পালন করছে৷ মডেলে বসতি এলাকার জায়গায় বরফের এক চাঙড় দেখিয়ে দিচ্ছে, উত্তাপ কীভাবে প্রবেশ করে৷