বাংলাদেশের তৈরি পোশাক শিল্প গত কয়েক দশকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থেকে এই খাত বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে, দেশের পোশাক খাতে নতুন চ্যালেঞ্জ এবং হুমকি দেখা দিয়েছে। এর মধ্যে বড় একটি অংশজুড়ে রয়েছে প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, যা বাংলাদেশের পোশাক খাতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে।
২০১৮ সালে এশিয়ার তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল ৬০ শতাংশ এবং ইউরোপীয় বাজারে ৩৩ শতাংশ। ভবিষ্যতে ইউরোপীয় বাজারের এই অংশ কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে, চীনের রপ্তানি সম্ভাবনা সীমিত থাকার কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু এই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে প্রতিবেশী কিছু দেশ নানা রকম ষড়যন্ত্র করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ভিয়েতনাম এবং ভারত তাদের রপ্তানি ক্ষমতা বৃদ্ধি এবং বাজার দখলের লক্ষ্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামছে।