কখনো কখনো মানুষের জীবনে এমন অর্জন যোগ হয়, যা তার কল্পনাকেও ছাড়িয়ে যায়। সেই অর্জন এতটাই বড় হয়, যা পুরো জাতির জন্য সম্মান বয়ে আনে। হ্যাঁ আমি আমাদের সাফজয়ী মেয়েদের কথা বলছি। তাদের সেই অর্জনের কথা বলছি, যা দেশকে সম্মানিত করেছে। একদম তৃণমূল থেকে উঠে আসা সেইসব মেয়ে জীবনের অসংখ্য প্রতিক‚লতা ও দারিদ্রকে জয় করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা ইউরোপের এমন একটি ক্লাবে খেলার জন্য ডাক পেয়েছেন, যেটি বর্তমানে উত্তর ম্যাসেডোনিয়ান নারী লীগের তালিকায় শীর্ষে রয়েছে। সেটাও বাংলাদেশের জন্য খুব গর্বের। আমরা তাদের স্যালুট জানাই।
আমাদের নারী ফুটবলাররা শিরোপা জয়ের পর জানতে পারলাম মেয়েরা গত দুইমাস বেতন পাননি। কী অমানবিক আচরণ। এমনিতেই নানাধরনের অভাব ও বাধাবিঘ্ন রয়েছে, এর উপর যখন তাদের প্রাপ্য বেতনটাও পান না, তখন বুঝতে হবে এই মানুষগুলোর অবস্থান প্রান্তিক, এরা অবহেলিত। আজকে শিরোপা জয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আদতে তারা সমাজের পিছিয়েপড়া মানুষ।