কবুতরের দাম ২০ লাখ ডলার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১১:২৩

দুই বছর বয়সী এক কবুতরকে বিক্রির জন্য নিলামে তুলেছিলেন এর মালিক বেলজিয়ান পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার অনুষ্ঠিত এক নিলামে প্রায় ২০ লাখ ডলার দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। এই বিপুল পরিমাণ অর্থে নিউ কিম নামের কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত ওই বেলজিয়ান পরিবার।

নিউ কিম কোনও সাধারণ কবুতর নয়, একটি বিশেষ প্রজাতির। যার পরিচয় 'রেসিং পিজন' হিসেবে। এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।

সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অংকের অর্থ মেলে তার মালিকের। কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us