দেখতে দেখতে শীত এসে গেল শীত। এই ঋতু আমাদের অনেকেরই প্রিয়। তবে এই প্রিয় ঋতুতে আমরা অনেকেই ভুগি ত্বকের সমস্যায়। শীতের হিমহিম ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। আবহাওয়ার কারণে এ সময় ত্বকে কিছু সমস্যা তৈরি হয়। শীত যত বাড়তে থাকে, ত্বকের সমস্যা ততই বেশি হতে শুরু করে।
ত্বকে সমস্যা হওয়ার পর আর কিছু করার থাকে না। তাই শীতের শুরু থেকে নিয়মিত ত্বকের পরিচর্যা করলে আপনি থাকবেন সতেজ, তরতাজা। তাই ত্বকের তারুণ্য ধরে রাখবে শুধুমাত্র গোলাপ ফুল ব্যবহার করলে। কেমন হয় এটি যদি ঘরেই তৈরি করা যায় প্রিয় ফুলের গোলাপজল? এটা তৈরি করা খুব সহজ।