টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বরখাস্ত হবেন বাবর-মিসবাহ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৯:৩৭

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তানের কোচ মিসবাহ উল হক ও অধিনায়ক বাবর আজম বরখাস্ত হবেন বলে ভবিষ্যৎবাণী করলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, আগামী ছয় মাসে আন্তজার্তিক ক্রিকেটে সাফল্য না পেলেই মিসবাহ-বাবরের চেয়ার নড়বড়ে হয়ে যাবে।
সদ্যই পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছে বাবরকে। আজহার আলীকে সরিয়ে টেস্টের অধিনায়কত্ব দেয়া হয় তাকে। ফলে তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক এখন বাবর। আগামী মাসে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ দিয়ে বড় ফরম্যাটে এই বযাটসম্যানের অধিনায়ক হিসেবে অভিষেক হবে।

লতিফ জানান, আগামী ছয় মাসে বাবরের অধীনে আশানুরুপ সাফল্য না পেলে তাকে অধিনায়কের পদ থেকে সড়ানো হবে।

এক ইউটিউব ভিডিওতে নিউজিল্যান্ড সফর নিয়ে লতিফ বলেন, তাদের সেখানে গিয়ে ভালো ক্রিকেট খেলতে ও জিততে হবে। তাদের টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জেতা উচিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাও ভাবতে হবে। এই ছেলেরা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us