ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ নেই। নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোনো সহযোগিতা করছে না। তবে এত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন। এরপরেও যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে নির্বাচনের অনিয়মের ইস্যুতে সরকার পতনের আন্দোলন শুরু করবেন।
আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ বেলায় ঢাকা টাইমসকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর।