চার দিনে ১৮ টুইটে লেবেল, স্ব-চরিত্রেই ডনাল্ড ট্রাম্প

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ১৫:৪৮

নভেম্বরের তিন তারিখ মার্কিন নির্বাচনে রায় দিয়েছেন দেশটির ভোটাররা। ডনাল্ড ট্রাম্পের বদলে জো বাইডেনের দিকেই ঝুঁকেছে দেশটির ইলেকটোরাল কলেজের কাঁটা। ফলে সাবেক এই ভাইস প্রেসিডেন্টের কাঁধেই চার বছর থাকছে দেশটির নেতৃত্ব। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নির্বাচনে আসা ফলাফল মানতে নারাজ ট্রাম্প। কেবল গণমাধ্যম নয়, ডনাল্ড ট্রাম্পের সবচেয়ে সচল যে 'কণ্ঠ' সেই টুইটার ব্যবহার করেও ক্রমাগত ঝাল ঝাড়ছেন গত চার বছরে প্রায় ১৮ হাজার মিথ্যা বলা দেশটির ৪৫তম প্রেসিডেন্ট। তার হিসেবে, "নির্বাচনটি চুরি হয়ে গিয়েছে", ভোট তিনি-ই বেশি পেয়েছেন, এবং আইনি লড়াইয়েই মিলবে এ সমস্যার সমাধান।

গায়ের জোরে বিভিন্ন দাবি চালিয়ে যাওয়া ট্রাম্প টুইটারেও বজায় রেখেছেন স্ব-চরিত্র। আর এতেই ঘটছে বিপত্তি। ট্রাম্পের শেষ ৫০টি টুইট ঘাঁটলেই দেখা যাচ্ছে, একের পর এক ফক্স নিউজের ভিডিও প্রতিবেদন ও অনির্ভরযোগ্য সংবাদমাধ্যমের খবর টুইট/রিটুইট করে যাচ্ছেন তিনি। এমনকি নিজের লেখা অধিকাংশ টুইটেও ভুল তথ্য দিচ্ছেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট।

ডনাল্ড ট্রাম্পের অনেক টুইটে এরই মধ্যে লেবেল জুড়ে দিয়েছে টুইটার। সবমিলিয়ে টুইটার এতো বেশি লেবেল জুড়েছে যে তা অতীতের যে কোনো সময়কেই হার মানায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us