নারী সঙ্গীকে পেতে দাঁত দিয়ে লড়াই করে এই প্রাণীরা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ১২:৩৯

সিন্ধুঘোটক হলো এক প্রকারের জলজ স্তন্যপায়ী প্রাণী। এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দর্শন প্রাণীগুলোর একটি। এদের বাস উত্তর মেরুর কাছাকাছি উত্তর মহাসাগর এবং উত্তর গোলার্ধের মেরু নিকটবর্তী এলাকায়। এরা ওয়ালরাস নামেও পরিচিত।
সিন্ধুঘোটক তিনটি উপপ্রজাতিতে বিভক্ত। যথা- আটলান্টিক মহাসাগরীয় ওয়ালরাস বা সিন্ধুঘোটক, প্রশান্ত মহাসাগরীয় ওয়ালরাস বা সিন্ধুঘোটক এবং ল্যাপটেভ সাগরের ওয়ালরাস বা সিন্ধুঘোটক।

সিন্ধুঘোটক দেখতে দৈত্যাকৃতির। এরা ৭ থেকে ১১ ফুট লম্বা হয়। পুরুষদের ওজন প্রায় এক টনেরও বেশি। আর নারীদের ওজন তার থেকে একটু কম থাকে। একটি শিশু সিন্ধুঘোটকের ওজন হয় ৫০ থেকে ৭০ কেজি।

এদের দাঁত অনেকগুলো থাকলেও এরা এদের দুটি দাঁতের জন্য জনপ্রিয়তা লাভ করেছে। কারণ ওই দুটি দাঁত ৩ ফুটের লম্বা হয়। বিশাল এই দাঁত তারা বরফ ভাঙতে ব্যবহার করে থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us