সার্বভৌমত্ব ও সমুদ্রসম্পদ রক্ষায় প্রস্তুত থাকতে হবে
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ২০:১৫
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং সমুদ্রসম্পদ রক্ষায় নৌবাহিনীকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘কেবল সমুদ্রসীমা অর্জন নয়, এই সমুদ্রসম্পদ যেন দেশের উন্নয়নে ব্যয় হয়, সে জন্য আমাদের কাজ করতে হবে। এ লক্ষ্যে আমরা সুনীল অর্থনীতির পদক্ষেপ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছি।’
নৌবাহিনীর নতুন পাঁচটি আধুনিক যুদ্ধজাহাজ কমিশনিং উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোকে তিনি নৌবাহিনীতে কমিশনিং করেন।