মানুষ কাজের মাধ্যমেই সকলের হৃদয়ে বেঁচে থাকেন’

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১৮:৪০

‘মানুষ তার কাজের মাধ্যমেই সকলের হৃদয়ে বেঁচে থাকেন। যে ব্যক্তি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন, সে মৃত্যুর পরও তার সেই কাজের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকেন।’

২ নভেম্বর রাতে আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মরহুম ফরিদ আহমেদের (সাহেব মিয়া) স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা সবাই মানুষ, কিন্তু দায়িত্বশীল মানুষ কয়জন এটা ভাবা দরকার। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন, সংগঠন, সমাজ ও দেশের কল্যাণে কাজ করে গেছেন, তাদের এই দুনিয়া সবসময় তাদের কর্মের কারণে স্মরণ করবে। আর যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন নি, তাদের এই দুনিয়া ভুলে যাবে। তাছাড়া ওই ব্যক্তিকে আল্লাহর কাছেও দায়িত্বহীনতার জন্য জবাব দিতে হবে। তাই, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিৎ যার যার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us