ব্যাটারিচালিত রিকশাচালকদের মেয়রের কাছে যেতে পরামর্শ নুরুলের

প্রথম আলো প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১৪:২১

ব্যাটারিচালিত রিকশাচালকদের ঐক্যবদ্ধভাবে মেয়রের কাছে যেতে পরামর্শ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। তিনি বলেন, রিকশা রাস্তায় চলবে না—এটা পুলিশ ঠিক করে দিতে পারে না। ব্যাটারিচালিত রিকশা বৈধ কি অবৈধ, তা নির্ণয় করবে সিটি করপোরেশন বা অন্য সরকারি সংস্থা।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশা অবৈধ ঘোষণা ও সিটি করপোরেশন কর্তৃক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রিকশাচালকদের মানববন্ধন হয়। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ওই মানববন্ধনের আয়োজন করে। সেখানে সংহতি জানিয়ে এ কথা বলেন নুরুল।

নুরুল বলেন, রিকশা আটক করে রেকার দেওয়া পুলিশ করতে পারে না। রিকশা উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেন নুরুল। তিনি বলেন, পরিসংখ্যান ও বাস্তবতা বলে, রাজনৈতিক দলের ধান্দাবাজ নেতারা এবং প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে শ্রমিকদের রক্ত চুষে এই চাঁদাবাজি করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us