আবারও মাটি কাঁপল ভারতের। সোমবার সাত সকালে কেঁপে উঠল ভূস্বর্গ। জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫।
এদিন সকাল ৬.৫৪ মিনিটে জম্মু ও কাশ্মীরের উত্তর-পশ্চিমের ৫১ কিমি দূরে হ্যানলে এলাকায় ছিল কম্পনের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। তবে এই ঘটনার জেরে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।