সাড়ে ষোলো কোটি রুপি দিয়েও ছক্কা পাচ্ছে না পাঞ্জাব

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৫:০০

গ্লেন ম্যাক্সওয়েলের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। মিডল অর্ডারে তাঁর মতো ঝড় তুলতে বিশ্বে অনেক কম ব্যাটসম্যানই পারেন। সে আশাতেই এবার নিলামে তাঁর ওপর ২২ লাখ ডলার খরচ করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব, ভারতীয় হিসেবে প্রায় সাড়ে ষোলো কোটি রুপির মতো। কিন্তু এত খরচ করার পরেও ম্যাক্সওয়েলের কাছে প্রত্যাশিত ইনিংস পাচ্ছে কোথায় প্রীতি জিনতার দল?

ফিফটি-সেঞ্চুরি দূরে থাক, একটা ছক্কা মারতেই হাঁসফাঁস অবস্থা ম্যাক্সওয়েলের। ১৩ ম্যাচে এ পর্যন্ত একবারও ছক্কা মারতে পারেননি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। সব মিলিয়ে করতে পেরেছেন মাত্র ১০৮ রান। ধাওয়ান-পন্ত-রাবাদাদের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩২ রানের ইনিংসটাই এই পর্যন্ত আইপিএলে তাঁর সর্বোচ্চ। খেলোয়াড়ের দাম বিচারে রানের পরিমাণ নিঃসন্দেহে যৎসামান্য। রানের পরিমাণই শুধু নয়, চোখে পড়ছে ম্যাক্সওয়েলের রান করার ধরনও। বাইশ গজের ক্রিজে ঝড় তোলা যার কাজ, এই আইপিএলে তাঁর স্ট্রাইকরেট মাত্র ১০১.৮৮। এ আসরে ন্যূনতম ১০৩ রান করেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে তাঁর স্ট্রাইক রেট সবচেয়ে কম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us