বার্সেলোনার সঙ্গে তুলনায় অপমানিত বোধ করলেন কোচ

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১১:১০

সর্বজয়ী রূপটা বহু আগে হারিয়ে ফেলেছে তারা, ইউরোপে ইদানীং একটি পর্যায়ে যাওয়ার পর পরাশক্তি মনে হয় না তাদের। তবু বার্সেলোনা তো বার্সেলোনাই। স্কোয়াডের শক্তি ও খেলার ধরন এখনো অনেকের কাছেই আকর্ষণীয়। মেসি-কুতিনিও-পেদ্রিরা নিজেদের দিনে উপহার দেন দুর্দান্ত ফুটবল। চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে বেশ প্রতাপশালী দেখিয়েছে তাদের। এই দলের সঙ্গে তুলনায় খুশি হয়ে উঠতে পারে যে কোনো দল।

জোর্জে জেসুস আবার এ কাতারে পড়েন না। কোচিং ক্যারিয়ারে ট্রফির সংখ্যা কম নয়। বেনফিকা ও স্পোর্টিং সিপির পর ফ্ল্যামেঙ্গোর হয়ে ইতিহাস গড়ে এসেছেন গত মৌসুমে। এ মৌসুমে আবার ঘরে ফিরেছেন। নতুন করে গুছিয়ে তুলছেন বেনফিকাকে। তাঁর অধীনে এ মৌসুমে দারুণ খেলছে পর্তুগিজ পরাশক্তিরা। তাই একটু প্রশংসা করতে গিয়ে বার্সেলোনার সঙ্গে তাঁর দলের তুলনা টেনেছিলেন এক খেলোয়াড়। কিন্তু সে তুলনায় একদমই খুশি নন জেসুস। বলেই দিয়েছেন বর্তমান বার্সেলোনা দলের মতো অবস্থা হোক, এমনটা কখনোই চাইবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us