স্বাভাবিক সময়েই নারী কৃষিশ্রমিক পুরুষের তুলনায় অর্ধেক মজুরি পান। করোনাকালে সুযোগ পেয়ে নারী শ্রমিকদের আরও কম টাকায় খাটিয়ে নিচ্ছেন ভূমিমালিকেরা। অন্যদিকে নারী কৃষকের বেশির ভাগেরই ভূমির ওপর মালিকানা না থাকায় করোনাকালে সরকারি প্রণোদনা সুবিধা পাচ্ছেন না। মহামারি সময়ের শিক্ষা নিয়ে কৃষি খাতে বৈষম্য কমাতে নারীদের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে বলেছেন ভার্চ্যুয়াল গোলটেবিলে অংশ নেওয়া আলোচকেরা।
১৫ অক্টোবর আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস–২০২০ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভার্চ্যুয়াল গোলটেবিলের আয়োজন করে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং প্রথম আলো। ‘কৃষিতে গ্রামীণ নারীর অবদান: করোনাকালে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনায় আলোচকেরা বলেন, করোনাকালে প্রান্তিক নারী চাষিরা অনেক বেশি সংকটের মুখে পড়েছেন।