যুক্তরাষ্ট্র-ভারতের নজরে চীন, বিভেদ বন্ধে চীনের বার্তা

প্রথম আলো প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৯:০৪

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের দুই দিনের ভারত সফরের মূল উদ্দেশ্য যে পুরোপুরি চীনকেন্দ্রিক, দ্ব্যর্থহীনভাবে দুজনেই তা স্পষ্ট বুঝিয়ে দিলেন। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বহুপ্রতীক্ষিত ‘টু প্লাস টু’ বৈঠকের আসরে পম্পেও বলেন, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর চীনা হুমকির মোকাবিলায় ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে।

বহুপ্রতীক্ষিত ‘বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কো–অপারেশন অ্যাগ্রিমেন্ট’ বা ‘বেকা’ গতকাল ওই বৈঠকে সই হয়। ভারত–চীন চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এই চুক্তি সামরিক দিক থেকে ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।

অবশ্য যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবও দিয়েছে চীন। বলেছে, দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে চীনের বিভেদ সৃষ্টি করলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us