কোভিড কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, অধিকাংশ ক্ষেত্রের সূচকে বৃদ্ধিতে ইঙ্গিত

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৩:৫২

কোভিডের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি? সেপ্টেম্বর মাসে আর্থিক বৃদ্ধির বেশিরভাগ ক্ষেত্র ঘুরে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে পরিসংখ্যান। অর্থনীতিবিদদের মতে, বাজারে ধীরে ধীরে চাহিদা বাড়ছে। তার জেরে বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়িক ও বাণিজ্যিক কাজকর্ম। সেই কারণে শুধু ভারতই নয়, পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতিতেই গতি এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্যবসায়িক লেনদেন, উৎপাদন, আমদানি-রফতানির মতো আর্থিক গতিবিধি নির্ধারণকারী আটটি ক্ষেত্রের সেপ্টেম্বর মাসের পরিংসংখ্যান সম্প্রতি প্রকাশ করেছে আমেরিকার সংবাদ মাধ্যম ‘ব্লুমবার্গ নিউজ’। এর মধ্যে পাঁচটি ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে এবং তিনটি ক্ষেত্র স্থিতিশীল। অগস্টে সামগ্রিক বৃদ্ধির সূচক ছিল ৪। ব্লুববার্গের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৫। এই স্তরে পৌঁছনোর অর্থ, অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে বাজার। রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক বিশেষজ্ঞরা বলেছিলেন, মার্চ থেকে টানা প্রায় আড়াই মাসের লকডাউনের জেরে চাহিদা তলানিতে পৌঁছে গিয়েছিল। তবে ধীরে ধীরে পুনরুজ্জীবন ঘটছে। আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে বলেই মত অর্থনীতিবিদদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us