ক্যালিফোর্নিয়ায় দাবানল: ঘর ছেড়েছে প্রায় ১ লাখ মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৩:২৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়বাহ দাবানল আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ায় ৯০ হাজার ৮০০ জন বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৫০০ জন কর্মী কাজ করছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান শেন শেরউড নিউইয়র্ক টাইমসকে বলেন, গত সোমবার বাতাসের তীব্র গতির কারণে দাবানল দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

এ কারণে অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টির আরভিন শহরের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, গত সোমবার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০ মাইল। মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ হাজার একর জায়গাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। আবহাওয়ার উন্নতি হলে আগুন নিয়ন্ত্রণে বিমান ব্যবহারের পরিকল্পনা করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us