আফগানিস্তানে যুদ্ধ বন্ধে ওলামাদের আহ্বান

মানবজমিন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

আফগানিস্তানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শান্তির পক্ষে ফতোয়া জারি করেছেন বাংলাদেশের একদল ওলামা ও মুফতি। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়ে সোমবার একটি বিবৃতি প্রদান করেছে। এতে জানানো হয়, বাংলাদেশের ওলামা, শেখ ও মুফতিরা আফগানিস্তানের চলমান যুদ্ধের   ঘোষণা বয়কট করেছেন। এ খবর দিয়েছে আফগানিস্তানের খামা প্রেস নিউজ এজেন্সি।খবরে বলা হয়, বাংলাদেশি ধর্মীয় নেতারা আফগানিস্তানের চলমান শান্তি আলোচনাকে সমর্থন দিয়েছেন। এটিকে তারা আফগানিস্তানের শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারা বলেন, আফগানিস্তানে বর্তমানে যে যুদ্ধ চলছে তা ইসলামের চেতনার বিরোধী। ওলামা ও মুফতিরা বলেন, জঙ্গি তৎপরতায় কোনো শান্তি আসবে না। তারা আফগানিস্তানে এ ধরনের তৎপরতার নিন্দা জানান। তারা আফগানিস্তানে যুদ্ধরত পক্ষগুলোকে শান্তি স্থাপনের আহ্বান জানান। দেশব্যাপী যুদ্ধবিরতি কার্যকরের ওপরও জোর দিয়েছেন তারা। বাংলাদেশি ওলামারা তালেবানের প্রতি জনগণের সমপদ ধ্বংস না করার আহ্বান জানিয়েছেন। তারা আরো বলেন, অবশ্যই আফগানিস্তানের সকল পক্ষকে সহনশীল এবং নিজেদের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us