বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক তাহির আর নেই, ডা. কনক কান্তির শোক

সংবাদ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৮:০০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ তাহির আর নেই। তিনি ২৬ অক্টোবর সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ।

এক শোক বার্তায় মাননীয় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ তাহিরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ একজন অভিভাবককে হারালো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবার উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে গুণী শিক্ষক অধ্যাপক ডা. মোঃ তাহিরের বিশেষ অবদান রয়েছে। উল্লেখ্য, দেশের প্রবীণতম চিকিৎসক, শিক্ষক অধ্যাপক ডা. মোঃ তাহির ২০০১ সালের ১০ জানুয়ারি থেকে ২০০১ সালের ১৭মে পর্যন্ত এবং ২০০৬ সালের ২১শে ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৪ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বপালন করেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us