বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত

মানবজমিন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

নাটোর-পাবনা মহাসড়কে বিশেষ করে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া্‌-রাজাপুর অংশে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। ছোট-বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের চিত্র। মহাসড়কের এই গর্তে চাকা পড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ বাসযাত্রী। গতকাল সকাল সাড়ে ৭টায় উপজেলার বনপাড়ার সীমানা সংলগ্ন গোধরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী জোৎস্না বেগম (৫০) ও জোৎস্না বেগমের মেয়ে রোজিনা খাতুন (৩২)। এ সময় আহত হন নিহত রোজিনার স্বামী পাবনার মুলাডুলি গ্রামের শামীম হোসেন (৩৮), অপর বাস যাত্রী জুলহাস উদ্দিন (৩২), নজর আলী (৫৮) সহ কমপক্ষে ১৫ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাবনা থেকে রাজশাহীগামী চঞ্চল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গোধরা নামক স্থানে এলে মহাসড়কের ভাঙ্গা গর্তে চাকা পড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এর ফলে এই হতাহতের ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে গুরুতর তেমন কেউ নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us