ভিজিট ভিসায় কাজের লক্ষ্যে বিদেশ যেতে চাইলে প্রতিরোধ
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ০৮:২৭
বিদেশেকাজের উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিক পন্থায় গমনকারীদের প্রতিরোধে একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সভায় ইমিগ্রেশন পুলিশ, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া, নভোএয়ার, ইউএস বাংলা, এপিবিএন, এয়ারপোর্ট সার্ভিসেস এজেন্ট, স্থানীয় পুলিশ ফাঁড়ি, প্রবাসী কল্যাণ ডেস্ক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অফিস প্রধান উপস্থিত ছিলেন।