সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত নৌপুলিশ ও জেলা পুলিশের সহায়তায় লৌহজং উপজেলা মৎস অফিসের অভিযানে তাদের আটক করা হয়। লৌহজং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞার ১২তম দিনে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ১৬ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা ২০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ দিনে জেলায় মোট ২৮১ জন জেলেকে সর্বনিম্ন ১৪ দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৩ লাখ টাকার বেশি।