রাজনীতিতে সরব হওয়ার পর বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ব্রিটেন থেকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য ব্রিটিশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমনকি প্রয়োজন পড়লে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলতে প্রস্তুত থাকার কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শুক্রবার পাকিস্তানের সম্প্রচারমাধ্যম এআরওয়াই কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরীফ।