ইলিয়াস কাঞ্চন উপস্থিত আছেন, তাই..

মানবজমিন প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১০:০৩

ইলিয়াস কাঞ্চন উপস্থিত আছেন তাই সড়ক পরিবহন সেক্টরের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেননি। এটি ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি। এতে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ দিয়েছেন। একইভাবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। বিআরটিএ কার্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বিআরটিএ সূত্র জানায়, মালিক-শ্রমিক নেতারা আগেই জানিয়ে দেন বেসরকারি সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন থাকলে তারা অনুষ্ঠানে অংশ নেবেন না। অনুষ্টানে নিরাপদ সড়ক নিয়ে দীর্ঘদিন আন্দোলন করা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই অনুষ্ঠানে অংশ নেয়ায় এ সেক্টরের শীর্ষ নেতারা অংশ নেননি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা এবং মহাসচিব খোন্দকার এনায়েত উল্যা গতকাল আয়োজিত অনুষ্টানে ইলিয়াস কাঞ্চন থাকায় অংশ নেননি।সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এ নিয়ে গণমাধ্যমকে বলেন, শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেছেন ইলিয়াস কাঞ্চন। তিনি (কাঞ্চন) নতুন সড়ক আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা কম হয়েছে বলে বক্তব্য দিয়েছেন। তিনি শাস্তি আরও বাড়ানোর পক্ষে। তাঁর এই অবস্থান মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী। এ জন্য ইলিয়াস কাঞ্চন উপস্থিত থাকলে মালিক-শ্রমিকেরা থাকতে পারবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us