বিল বেশি আসায় সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে এক নারী টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে। বিদ্যুতের বিল নিয়ে আগেই ওই দপ্তরে গিয়ে অসন্তোষ প্রকাশ করলেও কোনও কাজ না হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনে জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, পুনে জেলায় বিদ্যুতের বিল নিয়ে বিরোধের জের ধরে মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (এমএসইডিসিএল) এক নারী টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জেলার ৩৩ বছর বয়সী এক যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।