লে দুগ্গা, সামলা! বলে লাথি কষিয়ে হাঁক পাড়ল সুকুমার। সুকুমার মুর্মু— এ তল্লাটের ডাকসাইটে ফরোয়ার্ড। মাঠে ভিড় করা ছেলে-বুড়ো-মেয়ে-মদ্দোও চিল পাড়ছে— গো-ও-ও-ল! গোলটা নিশ্চিতই হয়তো ছিল। কিন্তু ওই যে খানিক বাঁকা স্বরে ‘দুগ্গা’ হাঁকল সুকুমার, ওলটপালট হয়ে গেল নিত্যানন্দের অন্তর-বাহির। গোলার মতো ধেয়ে আসা বলটা জালে জড়ানোর আগে যে ধরতেই হবে! সবটুকু শক্তি জড়ো করে আকাশপানে ঝাঁপালেন নিত্যানন্দ। বল ধরা পড়ল বাহুডোরে।