বগুড়ায় ৮ দ্বৈত ভোটারের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৯:৫৭

বগুড়ার তিন উপজেলার আট দ্বৈত ভোটারের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা মঙ্গলবার (২০ অক্টোবর) নিজ নিজ এলাকার থানায় ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী ফৌজদারি মামলা করেছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ এর সত্যতা নিশ্চিত করেন।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, নির্বাচন অফিসের এজাহার পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত রেকর্ড করা হয়নি। বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশন রাজশাহী বিভাগে ৬১ জনসহ সারা দেশে প্রায় দুই লাখ দ্বৈত ভোটার শনাক্ত করেছে। এর মধ্যে বগুড়া সদরে ছয় জন এবং শিবগঞ্জ ও শেরপুর উপজেলায় একজন করে। নির্বাচন কমিশনের সহকারী সচিব মোশাররফ হোসেনের ১৩ অক্টোবর স্বাক্ষরিত পত্রে একাধিকবার ভোটার হওয়ায় ভোটার তালিকা আইন ২০০৯ অনুসারে ফৌজদারি মামলার নির্দেশ দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us