স্বামীর সঙ্গে সিলেটের এমসি কলেজে বেড়াতে যাওয়া এক নববধূকে ছাত্রাবাসে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা তদন্তে আদালতের গঠন করে দেওয়া তদন্ত কমিটির প্রতিবেদন হাই কোর্টে জমা পড়েছে।
তবে তদন্ত প্রতিবেদনে কী আছে তা জানা যায়নি।
মঙ্গলবার বিচাপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে প্রতিবেদনটি ওঠে।
তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটি ১১টায় এসেছে। প্রতিবেদনটি দেখার সুযোগ হয়নি। এ অবস্থায় আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন রাখা হচ্ছে।”