সোমবার ভোররাতে আবারও কেঁপে উঠল লাদাখ। হিমালয় অঞ্চলে গত দু-সপ্তাহের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানাচ্ছে, সোমবার ভোর ৪টে বেজে ৪৪ মিনিটে ৩.৬ তীব্রতার ভূ-কম্পন অনুভূত হয় লাদাখে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
এর আগে ৮ অক্টোবর সকাল ৯টা বেজে ২২ মিনিটে লাদাখের কারগিলে ৪.২ কম্পাঙ্কের ভূমিকম্প আঘাত হানে।