তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অপরাধ যেই করুক, তার ক্ষমা নাই। তার কোনো দলীয় পরিচয় নাই। নেই কোনো রাষ্ট্রীয় পরিচয়। তার একটাই পরিচয়, অপরাধী। আর এসব অপরাধীদের বিরুদ্ধে সবসময় বাংলাদেশ পুলিশকে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারী দিয়েছেন।
অপরাধী যতোই শক্তিশালী হোক তার ক্ষমা নাই। শনিবার সকাল সাড়ে ১১টায় সিংড়া উপজেলা আম চত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পলক বলেন, সিংড়ার চলনবিলে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আইন শৃংখলার চরম অবনতি হয়েছিল। চলনবিলের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রতিটি রাত ডাকাতের ভয়ে কাটাতো। সিংড়াবাসী সন্ত্রাস ও নৈরাজ্যের কাছে জিম্মি ছিল।