ফেদেরার না নাদাল—সর্বকালের সেরা কে?

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১২:৫৮

বিতর্কটা কখনো শেষ হওয়ার নয়। তবু বিতর্ক ওঠে, সামনেও উঠবে, সম্ভবত এভাবেই চলবে। খেলাধুলার এই এক মজা। কে সেরা—এই প্রশ্নে বিতর্ক চিরকালীন। রজার ফেদেরার না রাফায়েল নাদাল? জবাব পৃথিবী দুই ভাগে ভাগ হওয়াই স্বাভাবিক। বরিস বেকার দাঁড়ালেন ঠিক তার মাঝে। ছয়বারের গ্র্যান্ডস্লামজয়ী এই জার্মান নিরপেক্ষভাবে চেষ্টা করলেন বাছাইয়ের—কে সর্বকালের সেরা। তবু করা গেল কি! বরং বরিসের মতামত নিয়েও বিতর্ক হতে পারে।

তবে টেনিস-মুদ্রার এই দুই এপিঠ-ওপিঠ কিন্তু একটি জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে। সেটি গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্যায়—সমান ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতেছেন এই দুই কিংবদন্তি। কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারকে ছুঁয়ে ফেলেন নাদাল। তাঁদের খেলার কৌশল ব্যবচ্ছেদ করে সেরাকে বেছে নেওয়ার চেষ্টা করেছেন বরিস বেকার। ডেইলি মেইলে নিজের কলামে ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, ভলি, সার্ভ...খেলার কৌশলগত প্রতিটি দিকে ফেদেরার-নাদালকে ১০-এর মধ্যে নম্বর দিয়েছেন বেকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us