'নিঃস্বার্থ ক্রিকেটার ডিকে, ওঁর কাছে দলই প্রথম!' কার্তিকের 'উদারতা'র প্রশংসায় অধিনায়ক মর্গ্যান

এইসময় (ভারত) প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ২২:২৮

আচম্বিতেই বদল। শুক্রবার দুপুরে সকলকে একপ্রকার চমকে দিয়ে ইওন মর্গ্যানের হাতে দলের অধিনায়কত্বের ভার তুলে দিলেন কলকাতা নাইট রাইডার্সের 'প্রাক্তন' ক্যাপ্টেন দীনেশ কার্তিক। বিস্তর জলঘোলা, দলের খারাপ পারফরম্যান্সে অধিনায়ককে আকথা-কুকথা, এসব কিছুকেই এক লহমায় দূরে ঠেলে দিলেন ডিকে। জানালেন অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলছে তাঁর ব্যাটিংয়ে। এবার দলের ইনিংসে আরও রান যোগ করতে ব্যাটিংয়েই আপাতত মনোনিবেশ করবেন দীনেশ।

মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে টস করতে এলেন নয়া অধিনায়ক ইওন মর্গ্যানই। সেখানে প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের ভূয়সী প্রশংসা করলেন তিনি। বললেন, 'গতরাতে ডিকে আমাকে বলেছিল যে, অধিনায়কত্ব থেকে ও সরে দাঁড়াতে চায় আর ব্যাটিংয়েই আরও বেশি করে গুরুত্ব দিতে চায়। দীনেশ কার্তিক সত্যিই একজন নিঃস্বার্থ ক্রিকেটার। নিজের ক্যাপ্টেন স্বত্ত্বাকে দূরে সরিয়ে রেখে দলের ব্যাটিংয়ে মন দিতে এবং সেই দলেরই অন্য কারও হাতে ক্যাপ্টেনসি তুলে দেওয়ার জন্য সাহসিকতা দরকার। এখন আর আমি সহ-অধিনায়ক নই। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আমি সত্যিই খুশি। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us