চলে গেলেন বর্ষীয়ান বাচিক শিল্পী প্রদীপ ঘোষ

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ২১:০০

ঘুমের মধ্যেই ঘুমের দেশে চলে গেলেন বর্ষীয়ান বাচিক শিল্পী তথা আবৃত্তিকার প্রদীপ ঘোষ। বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ, শুক্রবার দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের বাসভবনে ঘুমের মধ্যেই ভোর ৬.৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত শনিবার থেকে তাঁর জ্বর ছিল। মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি কোভিড পজিটিভ ছিলেন। উল্লেখ করা যেতে পারে দীর্ঘদিন তিনি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরে যুগ্ম তথ্য অধিকর্তার দায়িত্ব সামলে ছিলেন বর্ষীয়ান এই বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। ২০১৭ সালে রাজ্য সরকার তাঁকে কাজি সব্যসাচী পুরস্কার প্রদান করে। বিশিষ্ট এই শিল্পীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন সমবেদনা। প্রদীপ ঘোষের প্রয়াণে বাংলার শিল্প-সংস্কৃতি জগতে শোকের ছায়া। শোকস্তব্ধ তাঁর অগনিত গুণমুগ্ধ ও ভক্তরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us