স্নিগ্ধ এক শরৎ সকালে রশীদ হায়দার চলে গেলেন৷ পরিণত বয়সেই, যথারীতি নিভৃতে, হয়তো কিছুটা অভিমান নিয়ে৷ একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য এই লেখক ও মুক্তিযুদ্ধ গবেষককে হারিয়ে নিশ্চিতভাবেই একটি বড় শুণ্যতা তৈরি হলো৷