রাণীনগরে আ.লীগের নির্বাচনী অফিসে ভাংচুর-আগুন

ঢাকা টাইমস প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ১৮:৩৯

নওগাঁর রাণীনগর উপজেলায় একই রাতে আওয়ামী লীগের চারটি নির্বাচনী অফিসে (ক্যাম্প) ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ভাটকৈ, বগারবাড়ি, স্থল ও মধ্যরাজাপুর গ্রাম এলাকায় নির্বাচনী অফিসগুলোতে এসব ঘটনা ঘটে।

ভাংচুর-আগুনের ঘটনায় জড়িত সন্দেহে সুমন হোসেন(২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রচার প্রচারণার জন্য নির্বাচনী অফিস (ক্যাম্প) করেছে নৌকা মার্কার সর্মথকরা। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চারটি নির্বাচনী অফিসে ভাংচুর ও আগুন দেয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বাজারে, একডালা ইউনিয়নের স্থল বরবড়িয়া গ্রামে, পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বগারবাড়ী ও খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নের মধ্যরাজাপুর গ্রামে নির্বাচনী অফিসে হামলা ও আগুন দেয়া হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষের লোকজন এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us