একজন পুরুষ সুদর্শন কি না, তা শুধু তার চেহারাতে বোঝা যায় না। সুদর্শন ভাব একজন পুরুষের ব্যাক্তিত্বেও ফুটে ওঠে। বিশেষ করে পুরুষের সৌন্দর্য নির্ভর করে তার পোশাক, আচরণ, নিরলস প্রচেষ্টা এবং তার চলাফেরার উপর। মাত্র পাঁচটি বিষয় মাথায় রাখলেই একজন পুরুষ আরও বেশি সুদর্শন হতে পারেন। জেনে নিন বিষয়গুলো- ১.
পোশাক সব মানুষই সুদর্শন হতে চান। মানুষের চেহারাই সবকিছু নয়। কারণ একেকজনের চেহারা আলাদা হবেই। তবে প্রতিদিন নিজে কী ধরনের পোশাক গায়ে দিবেন, সেটা আপনার ওপর নির্ভর করে। এই ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে পুরুষরা আরও সুন্দর হতে পারেন। ২. হাঁটা ও বসার ধরন একজন মানুষ কীভাবে হাঁটে, বসে ও সার্বিকভাবে চলাফেরা করে সেটা গুরুত্বপূর্ণ।