বার্সেলোনা ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে চলে যাওয়া লুইস সুয়ারেজের চ্যালেঞ্জ নেওয়ার সাহস নিয়ে প্রশ্ন তুললেন রোনাল্ড কোম্যান। বার্সেলোনার নতুন কোচের মতে, সুয়ারেজ চায়লে বার্সায় থেকে যেতে পারত। অন্তত তাকে ভুল প্রমাণ করার জন্য হলেও।বার্সার কোচ হয়ে কোম্যান উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজকে জানিয়ে দেন তিনি কোচের পরিকল্পনায় নেই। সুয়ারেজ তাই ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন।
জুভেন্টাসে যাওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সুয়ারেজ বার্সার লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন।এ নিয়ে কোম্যানের মতে, সুয়ারেজ তার পছন্দের ফুটবলার। সুয়ারেজের তাই অনিচ্ছায় বার্সা ছাড়া ঠিক হয়নি।