করোনার মধ্যে শিশুদের ভালোবাসতে শিখিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। ব্রিটেনের রানীর কাছ থেকে তাঁর প্রতিদান পেতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। রাশফোর্ডকে এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।
করোনা মহামারির মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের কথা ভেবেছিলেন রাশফোর্ড। এসব শিশুরা স্কুলে পড়াশোনা করতে যাওয়ার বিনিময়ে দুপুরের খাবার পেত। তখন স্কুল বন্ধ থাকায় বন্ধ হয়ে যায় দরিদ্র শিশুদের খাবারের উৎস। এগিয়ে এসেছিলেন রাশফোর্ড।