৫০০ কোটি টাকার গেমিং পণ্যের বাজারে সাড়ে ৫ লাখ গেমার!
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১২:০৯
এক প্রকার নীরবেই দেশে প্রযুক্তিপ্রেমীদের মাঝে বিপ্লব ঘটে গেছে। বিশেষ করে গেমারদের মধ্যে। হালে মোবাইলে গেম বেশি খেলা হলেও পিসি গেমিংয়েও দেশ এগিয়ে গেছে অনেক দূর। দেশের গেমাররা বিভিন্ন গেমিং টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দেশ জয় করে বিদেশে যাচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে। এক জরিপে দেখা গেছে, দেশে বর্তমানে পিসি গেমারের সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি। পেশাদার গেমারের সংখ্যাও বাড়ছে, বড় হচ্ছে দেশের গেমিং কমিউনিটি। এই কারোনাকালেও এসব থেমে নেই। গেম খেলার প্রবণতা বেড়েছে, বেড়েছে বিভিন্ন আয়োজনও।
দেশে পিসি গেমিং জনপ্রিয় হওয়া ও গেমারদের কমিউনিটি বড় হওয়ার পেছনে বিভিন্ন ব্র্যান্ডের গেমিং ডিভাইসেরও বিশাল একটা ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের গেমিং ডিভাইসের বাজারের আকার প্রায় ৫০০ কোটি টাকা। প্রতি মাসে ৩৫-৪০ কোটি টাকার পণ্য বিক্রি হচ্ছে। এই বাজারকে বড় করার জন্য অনলাইনে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন, গেমারস মিটআপ, গেমারদের পৃষ্ঠপোষকতাও করছে বিভিন্ন ব্র্যান্ড।