চিলাহাটি-হলদিবাড়ি রেললাইনে ভারতীয় রেলের ট্রায়াল

নয়া দিগন্ত প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ২০:২৯

দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ-ভারত রেল সংযোগ শুরু করতে ভারতীয় রেল ইঞ্জিনের ট্রায়াল রান শুরু হয়েছে। ভারতীয় রেল ইঞ্জিনের ট্রায়াল দেখতে সীমান্তের কাঁটাতারের বেড়ার দু’পাশে এপার বাংলা ও ওপার বাংলার শত শত উৎসুক মানুষের ঢল নামে। এসময় কড়া নজরদারিতে ছিল দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে বাংলাদেশের সীমান্ত চিলাহাটির ডাঙ্গাপাড়া এলাকায় হুইসেল বাজিয়ে ছুঁটে আসে ট্রায়াল রানের ভারতীয় রেল ইঞ্জিনটি। দীর্ঘ ৫৫ বছর পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি ট্রেন রুটকে পুনরুজ্জীবিত করেছে ওই রেলপথ।

ট্রায়াল রানের নেতৃত্বে ছিলেন ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার জেপি শিং, ডিপুটি চিফ ইঞ্জিনিয়ার ভিকেমিনা ও নির্বাহী প্রকৌশলী পিকেজে। ভারতীয় রেল ইঞ্জিনটি নোম্যান্স ল্যান্ড পার হয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে বাংলাদেশ সীমানা পর্যন্ত এসে দাঁড়িয়ে যায়। এ সময় ভারতীয় প্রতিনিধিদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি ডিভিশনের প্রকল্প পরিচালক আব্দুর রহীম, নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us