বাংলাদেশের সমাজে ‘নারীবিদ্বেষ’ বিদ্যমান, জাতিসংঘের অভিমত
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১১:১৪
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও প্রকাশ করাটি কোনো 'নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়' বলে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো তার টুইটার অ্যাকাউন্ট থেকে বিবৃতিটি শেয়ার করেন, যেখানে মন্তব্য করা হয়েছে যে নোয়াখালীতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি বাংলাদেশের সমাজে 'সামাজিক, আচরণগত ও কাঠামোগত ভাবে বিদ্যমান' নারী বিদ্বেষের চিত্রকে ফুটিয়ে তুলেছে।
সম্প্রতি ঘটতে থাকা ধর্ষণ ও নারী নির্যাতনের বিভিন্ন ঘটনাকে 'মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন' হিসেবে উদ্ধৃত করার পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ধর্ষণের বিচার দাবিতে চলমান কর্মসূচির সমর্থন জানানো হয় বিবৃতিতে।