বৃহস্পতিবার কোভিড-১৯ সচেতনতা ক্যাম্পেন শুরু করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ০৮:৩৪
বৃহস্পতিবার কোভিড-১৯ সচেতনতা ক্যাম্পেন শুরু করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আসন্ন উত্সবের মরশুম এবং শীতে কীভাবে করোনা সংক্রমণ থেকে নিজেদের এবং প্রিয়জনদের রক্ষা করা যায় তার উপরেই জোর দেওয়া হবে এই ক্যাম্পেনে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে কীভাবে ফের চাঙ্গা করে তোলা যায়, সে বিষয়েও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
বুধবার এই ক্যাম্পেন ছাড়পত্র পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। করোনা রোধে মাস্ক পরার গুরুত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বার বার হাত ধোয়ার প্রয়োজনীয়তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর প্রচারে সাধারণ মানুষের উপস্থিতিকে (জন আন্দোলন) উত্সাহ দেবে এই ক্যাম্পেন।